
ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে লালু প্রসাদ যাদবের আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, ‘এখন রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস)-এ তাঁর (লালু প্রসাদ যাদব) চিকিত্সা হবে| মুম্বইয়ের এশিয়ান হার্ট ইন্সটিটিউট থেকে তাঁকে আরআইএমএস-এ আনা হবে|’