
ইউএসজিএস জানিয়েছে, পুকাল্লাপা শহরে পরপর দু’বার আফটার শক অনুভূত হয়| এছাড়াও কেঁপে উঠেছে উত্তরাঞ্চলীয় চিলি এবং কলম্বিয়ার শহর মেদেল্লিন| প্রশাসন সূত্রের খবর, শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| ভূতত্ববিদরা জানিয়েছেন, পেরুতে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়|