
ঘটনার সূত্রপাত বিমলেশ শা নামের এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায়| গত রবিবার থেকে থেকে বিমলেশ-এর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না| রবিবার থেকে নিখোঁজ থাকার পর সোমবার সকালে রেললাইনের ধারে বিমলেশ-এর মৃতদেহ খুঁজে পাওয়া যায়| এরপরই বিমলেশ-এর গ্রামের লোকজন এসে চড়াও হয় স্থানীয় যৌনপল্লীতে| অভিযোগ, যৌনপল্লীর এক মহিলার মদতেই খুন করা হয়েছে বিমলেশকে| অভিযোগ, একজন মহিলাকে প্রথমে নগ্ন করে মারধর করা হয়| এরপর রাগ মেটাতে রাস্তায় মারতে মারতে প্যারেড করানো হয়| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| ভোজপুর জেলার পুলিশ সুপার অবকাশ কুমার জানিয়েছেন, মামলা রুজু হয়েছে| এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে|