ভোজপুরে নগ্ন করে মহিলাকে নিগ্রহ, গ্রেফতার ১৫ জন অভিযুক্ত

ভোজপুর (বিহার), ২১ আগস্ট (হি.স.): যুবকের খুনের নেপথ্যে হাত রয়েছে মহিলার| এই সন্দেহে বিহারের ভোজপুরে ওই মহিলাকে নগ্ন করে গ্রামে ঘোরায় জনতা| এমনকি প্যারেডও করানো হয়| ভোজপুর জেলার বিহিয়া থানা এলাকার ঘটনা| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| তদন্তকারীরা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে| এডিজি (পুলিশ সদর দফতর) এস কে সিঙ্ঘল জানিয়েছেন, ‘বিহিয়া রেললাইনের কাছে এক যুবকের দেহ উদ্ধার হয়| এই ঘটনায় ওই মহিলার দিকে অভিযোগের আঙুল তোলে স্থানীয় জনতা| ক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং মোটরবাইক জ্বালিয়ে দেয়| এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|’ এডিজি (পুলিশ সদর দফতর) এস কে সিঙ্ঘল আরও জানিয়েছেন, ‘কর্তব্যে গাফিলতির অভিযোগে ৮ জন পুলিশ এবং জিআরপি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে|’ নক্ক্যারজনক এই ঘটনা প্রসঙ্গে ভোজপুরের ডিএম জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে| এই ঘটনায় ২০০ জনের ভিডিও রয়েছে আমাদের কাছে| তাদের মধ্যে ৬০ জনকে নিগ্রহ করতে দেখা গিয়েছে| শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে|’
ঘটনার সূত্রপাত বিমলেশ শা নামের এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায়| গত রবিবার থেকে থেকে বিমলেশ-এর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না| রবিবার থেকে নিখোঁজ থাকার পর সোমবার সকালে রেললাইনের ধারে বিমলেশ-এর মৃতদেহ খুঁজে পাওয়া যায়| এরপরই বিমলেশ-এর গ্রামের লোকজন এসে চড়াও হয় স্থানীয় যৌনপল্লীতে| অভিযোগ, যৌনপল্লীর এক মহিলার মদতেই খুন করা হয়েছে বিমলেশকে| অভিযোগ, একজন মহিলাকে প্রথমে নগ্ন করে মারধর করা হয়| এরপর রাগ মেটাতে রাস্তায় মারতে মারতে প্যারেড করানো হয়| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| ভোজপুর জেলার পুলিশ সুপার অবকাশ কুমার জানিয়েছেন, মামলা রুজু হয়েছে| এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *