মা আসছেন, প্রতিক্ষার মাত্র ৫৭ দিন, চরম ব্যস্ততা সর্বত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ হাতে মাত্র গুটি কয়েক দিন৷ আসছে আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা দুর্গতি নাশিনী৷ মায়ের আসা নিয়ে শুরু হয়ে গিয়েছে চারিদিকে প্রস্তুতি৷ ত্রিপুরার বড় বাজেটের পুজা কমিটি ও ক্লাবগুলিতে পুজার প্রস্তুতি৷ চলছে ক্লাবে ক্লাবে পুজার মিটিং৷ মূর্তি পাড়াতে শুরু হয়ে গেছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা৷ ব্যস্ততা লক্ষ করা যাচ্ছে দেবদেবীর বসন ও আভূষণ নির্মাতাদের মধ্যেও৷ মূর্তি পাড়া ইতিমধ্যে প্রাণচঞ্চল হয়ে উঠেছে৷ রাজ্যের বেশ কয়েকটি বনেদি ক্লাবের মন্ডপের কাজ শুরু হয়ে গেছে৷ তাছাড়া রাজ্যের বেশ কয়েকটি বনেদি বাড়িগুলিতে পূজার কাজ শুরু হয়ে গেছে৷ তবে ধর্মীয় আচার বিধি মেনে অনেক বাড়িতে জন্মাষ্টমীতে কাঠাম পুজা দিয়ে মূর্তি তৈরির কাজ শুরু হবে৷ তাছাড়া বেশ কিছু ছোট বড় প্রতিষ্ঠান বহিঃরাজ্যের পোশাক আশাক নিয়ে আসার অপেক্ষায় রয়েছে৷ কিছু ক্ষেত্রে এসেও গেছে৷ ব্যবসায়ীদের অনেকে তো আবার বহিঃরাজ্যে চলেও গেছেন অত্যাধুনিক ডিজাইনের জামাকাপড় আনতে৷ সরকারী কর্মচারীরা পুজার আগেই সপ্তম বেতন কমিশনের সুবিধা পেতে পারেন বলে আশা৷ আর এবার অন্য বছরের তুলনায় চুটিয়ে কেনাবেচা হবে বলে ব্যবসায়ীদের ধারণা৷ জানা গেছে, আগরতলা এবং আগরতলার বাইরে বিশেষ করে বনেদি ক্লাবগুলির থিম এখন প্রস্তুত৷ থিম অনুযায়ী প্যান্ডেল তৈরি হচ্ছে৷ এদিকে, প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, এখনো দুর্গা প্রতিমার অর্ডার আসছে৷ তবে মনসা পুজার পর দেবী দুর্গার প্রতিমার অর্ডারের সংখ্যা বেড়ে গেছে বলে প্রতিমা শিল্পীরা জানিয়েছেন৷ মনসাদেবীর পুজা শেষ৷ মনসাদেবীর মুর্তি তৈরি করা হচ্ছিল এতদিন৷ এদিকে মা দুর্গাকে নিয়ে ব্যস্ততা৷ যদিও মনসা পুজার আগেই দুর্গা প্রতিমা তৈরিতে হাত লাগানো হয়েছে৷ তবে এখন চলছে মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা৷ পঞ্জিকা মতে আগামী ১৬ অক্টোবর মহাসপ্তমী, ১৭ অক্টোবর মহাষ্টমী, ১৮ অক্টোবর মহানবমী এবং ১৯ অক্টোবর দশমী৷ এবছর দেবীর আগমন ঘোটকে এবং দেবী দশমীতে দোলায় কৈলাস গমন করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *