
দুপুর একটা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সদর দফতরে শায়িত থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিরনিদ্রায় শায়িত নশ্বর দেহ| এরপর বিকেশ পাঁচটায় সেনাবাহিনীর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে স্মৃতি স্থলে| শেষযাত্রায় বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে রাজধানীর রাস্তায় অগণিত সাধারণ মানুষের ভিড়| প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে শুক্রবার শীর্ষ আদালতেও অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে| দুপুর একটা পর্যন্ত কাজ হবে সুপ্রিম কোর্টে| অর্ধদিবস ছুটি রেজিস্ট্রি অফিসেও| এছাড়াও দিল্লি হাইকোর্ট এবং সমস্ত জেলা আদালতে দুপুর একটার পর ছুটি ঘোষণা করা হয়েছে| বাজপেয়ীকে শেষশ্রদ্ধা জানাতে দিল্লিতে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গিয়াওয়ালি বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি| বাজপেয়ীকে শেষশ্রদ্ধা জানাতে ভারতে আসছেন পাকিস্তানের আইন মন্ত্রী আলি জাফরও|