অন্তিম যাত্রায় ভারতরত্ন, বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী-আডবাণী সহ বিশিষ্টদের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): অন্তিম যাত্রায় ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী| প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নশ্বর দেহ শায়িত রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সদর দফতরে| বিজেপি-র সদর দফতরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব| একে একে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, ডিএমকে নেতা এ রাজা, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং, উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, আডবাণী কন্যা প্রতিভা আডবাণী, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, বিজেপি সাংসদ হেমা মালিনী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ বিশিষ্টজনেরা| বিজেপি নেতৃত্বের পাশাপাশি ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে শেষশ্রদ্ধা জানাতে বিজেপি-র সদর দফতরের বাইরে উপস্থিত রয়েছেন প্রচুর মানুষ|
দুপুর একটা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সদর দফতরে শায়িত থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিরনিদ্রায় শায়িত নশ্বর দেহ| এরপর বিকেশ পাঁচটায় সেনাবাহিনীর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে স্মৃতি স্থলে| শেষযাত্রায় বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে রাজধানীর রাস্তায় অগণিত সাধারণ মানুষের ভিড়| প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে শুক্রবার শীর্ষ আদালতেও অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে| দুপুর একটা পর্যন্ত কাজ হবে সুপ্রিম কোর্টে| অর্ধদিবস ছুটি রেজিস্ট্রি অফিসেও| এছাড়াও দিল্লি হাইকোর্ট এবং সমস্ত জেলা আদালতে দুপুর একটার পর ছুটি ঘোষণা করা হয়েছে| বাজপেয়ীকে শেষশ্রদ্ধা জানাতে দিল্লিতে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গিয়াওয়ালি বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি| বাজপেয়ীকে শেষশ্রদ্ধা জানাতে ভারতে আসছেন পাকিস্তানের আইন মন্ত্রী আলি জাফরও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *