নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.) : লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি একজন চমৎকার সাংসদ ছিলেন বলে জানিয়েছেন অমিত শাহ।
মাইক্র ব্লোগিং সাইট ট্যুইটারে এক শোকবার্তায় অমিত শাহ লেখেন, তিনি একজন অনবদ্য সাংসদ ছিলেন। দীর্ঘ বছর সংসদে তিনি ছিলেন বলে সমৃদ্ধ হয়েছে আমাদের সংসদীয় পরম্পরা। পাশাপাশি সোমনাথ চট্টোপাধ্যায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অমিত শাহ।
রাজনৈতিক মতাদর্শ পৃথক হওয়ার পরেও দলমত নির্বিশেষে সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন গোটা দেশের রাজনৈতিক মহল। বিজেপি, কংগ্রেস সহ দেশের একাধিক রাজনৈতিক দল সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। সোমবার সকাল ৮টা ১৫মিনিট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমনাথ চট্টোপাধ্যায়।