চিরঘুমে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, শোকজ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): চিকিত্সকরা যথাসাধ্য চেষ্টা করেও বাঁচাতে পারলেন না লোকসভার প্রাক্তন স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়কে| সোমবার সকাল সওয়া আটটা নাগাদ মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে চিরনিদ্রায় শায়িত হলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| একইসঙ্গে অবসান হল প্রাক্তন স্পিকারের বর্ণময় জীবনের কাহিনী| দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| গত জুন মাস থেকেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে| গত ২৫ জুন স্ট্রোক নিয়ে ভর্তি হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কেব বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি| কখনও ফুসফুস, কখনও আবার হৃদয়ন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল| গত বৃহস্পতিবার থেকে তিনি মিন্টো পার্ক লাগোয়া ওই বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিত্সাধীন ছিলেন| রবিবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়| এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| এরপর সোমবার সকাল সওয়া আটটা নাগাদ জীবনাবসান হয় তাঁর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর|

বাম রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| তাঁর বাবা ছিলেন বিখ্যাত আইনজীবী| অসমের তেজপুরে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়| পরে উচ্চশিক্ষার জন্য লণ্ডনে পাড়ি দেন| ১৯৬৮ সালে সিপিএমে যোগ দিয়েছিলেন তিনি| ১৯৭১ সালে প্রথমবার লোকসভার সাংসদ হন| সবমিলিয়ে মোট ১০ বার সাংসদ নির্বাচিত হন তিনি| লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব|