হাফলং (অসম), ১৩ আগস্ট, (হি.স.) : ডিমা হাসাও কংগ্রেসের ডাকা ১০ ঘণ্টার জেলা বনধ-এর বিশেষ প্রভাব পড়েনি। জেলাশাসক, উত্তর কাছাড় পার্বত্য পরিষদ, বিভিন্ন সরকারি কার্যালয়ের কাজকর্ম তাদের নিজস্ব গতিতে চলছে। কেবল বাজারহাট, বেসরকারি অফিস ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন। চলছে না বেরসকারি যানবাহনও। জেলার অন্যান্য প্রধান প্রধান এলাকায়ও বজায় রয়েছে স্বাভাবিক ছন্দ। মহকুমা সদর মাইবাঙেও বনধ-এর কোনও প্রভাব পড়েনি বলে খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত জেলায় কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বলে পুলিশ প্রশাসন সূত্রের খবর। স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিুশ ও আধাসেনা।
বিজেপি-শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ভঙ্গ করে রাজ্যপালকে এর দখল নেওয়ার পাশাপাশি দলের দুই নেতার ‘খুনি’ মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গারলোসাকে শিগগির গ্রেফতারের দাবির ভিত্তিতে আজ ১৩ আগস্ট ভোর পাঁচটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ১০ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছিল কংগ্রেস। এই বনধ-এর আওতা থেকে পাহাড় লাইনে চলাচলকারী যাত্রীবাহী সবধরনের ট্রেন, স্বাস্থ্য, সংবাদমাধ্যম, পানীয় জল, শিশুখাদ্যবাহী যানবাহনকে রেহাই দেওয়া হবে বলে গতকাল জানিয়েছিল জেলা কংগ্রেস।