নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট৷৷ রাজ্যে যান সন্ত্রাস দিনের পর দিন বেড়েই চলেছে৷ তা কোনওভাবেই বন্ধ হচ্ছে না৷ ক্রমশ বৃদ্ধি পাওয়া এই
যান সন্ত্রাসে সাধারণ মানুষ বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন৷ বেপরোয়ারা ভাবে গাড়ি চালানোর দায়ে খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষ এবং তাদের পরিবারের লোকজনদের৷ শনিবার সকালে বাইখোরা চৌমুহনীতে একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছে জনৈক বৃদ্ধা৷ নিহত বৃদ্ধার নাম সুবর্ণ ত্রিপুরা৷ তাঁর বাড়ি তৈকর্মা গ্রামে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুতগতিতে ছিল৷ যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বৃদ্ধাকে ধাক্কা মারে গাড়িটি৷ ফলে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা সুবর্ণ ত্রিপুরা৷ জানা গেছে, এ ঘটনার পর গাড়ি ছেড়ে চালক পালিয়ে গেছে৷ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহকে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য৷ অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে আসে পুলিশ৷
2018-08-12

