নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট৷৷ আবারও রাজ্যে নরকঙ্কালের অংশ বিশেষ মাথার খুলি উদ্ধার হল৷ উদ্ধারকৃত মাথার খুলিটি শনিবার পুলিশ ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে৷ এ নিয়ে এক সপ্তাহে পর পর দুবার এ ধরনের নরকঙ্কাল ও তার অবশিষ্ট উদ্ধারের ঘটনা ঘটেছে৷ প্রথমবার নরকঙ্কাল উদ্ধার করা হয় শালবাগানে অবস্থিত বিএসএনএল কমেপ্লেক্সে৷ বিএসএনএল কমেপ্লেক্সে সাফাই অভিযানে শামিল কর্মীরা মানবকঙ্কাল দেখতে পেয়ে ভয় পেয়ে যান৷ তখন তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে ওই নরকঙ্কাল উদ্ধার করে৷ ঠিক একই ভাবে শুক্রবার রাতে বিশালগড় লক্ষ্মীবিল এলাকায় এক নরকঙ্কাল দেখেন স্থানীয় লোকজন৷ স্থানীয় লোকজনেরা জানান, বিজয় নদী থেকে বালি তুলতে গিয়ে মাথায় খুলি উঠে আসে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পরে পুলিশ খুলি উদ্ধার করে৷ শনিবার পুলিশ জানিয়েছে, খুলিটিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে৷ খুলিটি কার, কিংবা কত বছর আগের তা বোঝা যাচ্ছে না৷ তবে আপাতত ধারমা করা হচ্ছে এটি কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির এবং দীর্ঘ দিন আগে মৃত্যু হয়েছে তার৷ এ ঘটনায় এলাকার জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷
একটি পরিত্যক্ত খাল থেকে ৬০ বছরের জনৈক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমগাছিয়া গ্রামে৷ জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় জনগণ একটি খালে মানবদেহ পরে থাকতে দেখেন৷ বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ সঙ্গে সঙ্গে সিমনা থানায় খবর যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ৷ পুলিশ এসে খাল থেকে মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ মৃত ব্যক্তির নাম লক্ষ্মীন্দর মুণ্ডা৷ যদিও এখনও বৃদ্ধের মৃত্যু সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি৷ তবে ওসি বিজয় সেন জানিয়েছেন, মৃত ব্যক্তির মুখে ও মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷ এতে সুনিশ্চিত কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, বলেছেন ওসি বিজয় সেন৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তদন্তের শুরুতেই পুলিশ লক্ষ্মীন্দরের পরিবারের লোকজনদের শনিবার জিজ্ঞাসাবাদ করেছে৷ ঘটনার পুরো বিবরণ জানতে চেয়েছেন৷ লক্ষ্মীন্দরের পরিবারের লোকজন জানিয়েছেন,বৃহস্পতিবার সকালে লক্ষ্মীন্দর বাড়ি থেকে বেরিয়েছিলেন তার বোনের বাড়ি যাবার উদ্দেশে৷ সে দিনের পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি৷ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
2018-08-12