বার্সেলোনা, ১১ আগস্ট (হি.স.) : আন্দ্রে ইনিয়েস্তা ছেড়ে যাওয়ার পর নতুন মরশুমে বার্সেলোনা নিজেদের অধিনায়ক বেছে নিল৷ লিওনেল মেসিকেই এবার আর্মব্যান্ড পরে ফুটবল মাঠে বার্সেলোনাকে নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে৷
স্প্যানিশ তারকা ইনিয়েস্তা, জাভি হার্নান্ডেজ ২০১৫ সালে কাতারের ক্লাবে খেলতে চলে গিয়েছিলেন৷ এদিকে মেসি এর আগেও আর্মব্যান্ড পরে মাঠে খেলেছেন যেহেতু তিনি ইনিয়েস্তার ডেপুটি ছিলেন৷ তবে এবার তিনিই অধিনায়ক৷ এদিকে সহ অধিনায়ক নির্বাচিত হলেন সার্জিও বাসকুয়েত৷ আগামী ১৯ অগাস্ট অ্যালাভেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের লা লিগা মরশুম শুরু করবে বার্সেলোনা৷ নতুন মরশুমে বার্সা বেশ কয়েকজন ভাল খেলোয়াড়কে ইতিমধ্যে নিজেদের দলে তুলে নিয়েছে৷ এক নতুন দল নিয়ে এবারের মরশুম শুরু করতে চলেছে মেসির বার্সেলোনা৷