ড্রাগস ব্যাপারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ সেবকারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট৷৷ ড্রাগসের ভয়াবহতা যে কতটুকু তা স্বচক্ষে দেখে অতিসত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শুক্রবার এক বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ যদিও এদিনই তাঁর চিনে যাওয়ার কথা৷ জানা গেছে তিনি তাঁর সফরসূচি পিছিয়ে দিয়েছেন৷ বৃহস্পতিবার কমিউনিটি হলে-এ ড্রাগসের উপর এক কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালা থেকে ফিরে তিনি আধিকারিকদের নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন৷ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ এ বিষয়ে বলেন, ড্রাগসের ভয়াবহ রূপ দেখলাম৷ যদি অচিরেই তা বন্ধ না করা যায় তাহলে যুবসমাজ একেবারে ধবংস হয়ে যাবে৷ তিনি আরও বলেন, ড্রাগস সেবনকারী বেশ কয়েকজন তাঁকে অনুরোধ জানিয়েছেন, শক্ত হাতে ড্রাগস ব্যাপারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে৷ যাতে তারা জেল থেকে জামিন না পায়৷ অন্যথায় সুকল কজেরে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত বিপদের মুখে ধাবিত হবে৷ জানা গেছে, একটি সার্ভে মোতাবেক বর্তমানে দামছড়া এলাকায় ১৪৬ জন ইনজেকশনের মাধ্যমে নেশা দ্রব্য গ্রহণকারী রয়েছেন৷ নতুন সার্ভে হলে এর সংখ্যা আরও বাড়াতে পারে বলে স্থানীয়দের অভিমত৷
প্রসঙ্গত, গত প্রায় এক বছর যাবৎ রাজ্যে হেরোয়িন, ব্রাউন সুগারের মত ড্রাগসের রমরমা কারবার চলছে৷ এর সাথে বহিঃরাজ্যের একটি চক্র জড়িত রয়েছে৷ রাজধানী আগরতলা শহর সহ গোটা রাজ্যেই এই চক্রটি সক্রিয় রয়েছে৷ বিশেষ করে উত্তর জেলায় এই চক্রের পান্ডারা আস্তানা গড়ে তুলেছে৷ সেখান থেকে এই নেশা সামগ্রী রাজ্যের রাজধানী আগরতলা সহ অন্যান্য স্থানে চোরাচালান করা হচ্ছে৷ ড্রাগস মাফিয়াদের খপ্পরে পড়ে বহু যুবক বিপথে পারিচালিত হচ্ছে৷ নানা ধরনের অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে৷ যুব সমাজ ধবংসের পথে ধাবিত হচ্ছে৷ পূর্বতন বামফ্রন্ট সরকার এই নেশার বিরুদ্ধে ততটা কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় তার দৌরাত্ম্য৷ নতুন বিজেপি জোট সরকার অবশ্য নেশার বিরুদ্ধে কোমার বেধে নেমেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *