জলের নিচ দিয়ে বাংলাদেশে পাচারকালে বিস্তর পরিমান কাঠ উদ্ধার, পলাতক বনদুস্যুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ই আগষ্ট৷৷ স্থলের পাশাপাশি জলেও এবার বড় ধরণের সাফল্য পেল নিরাপত্তারক্ষীরা৷ ঘটনা ঘটেছে সোনামুড়ায়৷

শুক্রবার আগরতলায় উদ্ধার করা হয়েছে বিস্তর পরিমানে কাঠ৷ ছবি নিজস্ব৷

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে সোনামুড়ার শ্রীমন্তপুর বিএসএফ এবং বনকর্মীদের যৌথ অভিযানে ৫৫০ ফুট কাট এবং ১১৩টি ফাই উদ্ধাবর করেছেন বিএসএফ এবং বনকর্মীরা৷ বাজেয়াপ্তকৃত কঠের বাজারমূল্য আনুমানিক সাত লক্ষ টাকা৷ এদিনের অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মহকুমা বন আধিকারিক কুশ রায়৷ তাঁর সঙ্গে ছিলেন বিএসএফের আধিকারিকরাও৷ মহকুমা বন আধিকারিক কুশ রায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জলের নীচে দিয়ে কাঠ পাচার করতো বাংলাদেশি বনদস্যুরা৷ যদিও এখন পর্যন্ত এই পাচারকার্যের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ এদিকে দাবি উঠছে, অতিসত্বর বনদস্যুদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির৷
এদিকে, শুক্রবার রাজধানী আগরতলাতেও বন দপ্তরের কর্মীরা বেআইনীভাবে কাঠ পাচারকালে কিছু কাঠ বাজেয়াপ্ত করেছে৷ তবে এক্ষেত্রেও বন দপ্তরের কর্মীরা কাউকেই আটক করতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *