সুযোগ নেওয়ার জন্য নয়, বিজেপিতে থাকতে গেলে মানুষের জন্য কাজ করতে হবে ঃ দেওধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ সুযোগ নেওয়ার জন্য নয়, বিজেপিতে থাকতে গেলে মানুষের জন্য কাজ করতে হবে৷ কারণ, শর্টকাটে অর্থ উপার্জন কিংবা সুযোগ নেওয়ার মাধ্যম নয় বিজেপি৷ রবিবার রাজ্যে আসার পর বিজেপির নবনিযুক্ত রাষ্ট্রীয় সচিব সুনীল দেওধরকে সংবর্ধনা দেওয়ার পর তিনি একথা বলেন৷ তাঁর কথায়, বিজেপিতে সংবর্ধনা দেওয়া কোনও স্থান নেই৷ তবে, অভিনন্দন জানানো যেতেই পারে৷ পাশাপাশি তিনি দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যের দুটি আসন উপহার হিসেবে দেওয়া হবে৷

২০১৯ সালে লোকসভা নির্বাচন৷ এই নির্বাচনকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও বিজেপি ময়দানে নেমেছে অনেক আগে থেকেই৷ আজ রাজ্য বিজেপির প্রভারী সুনীল দেওধরের আগরতলায় আসার ব্যাপারটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, আগামী ৯ আগষ্ট রাজ্যে আসছেন নেডার আহ্বায়ক অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ তাছাড়া রবিবার রাজ্যে এসেছেন বিজেপির নবনিযুক্ত রাষ্ট্রীয় সচিব, রাজ্য বিজেপির প্রভারি তথা অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুনীল দেওধর৷ সকাল থেকেই বিজেপির কর্মীরা দলে দলে ভিড় জমিয়েছেন মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে৷

সেখান থেকে বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধরকে ফুলে সুসজ্জিত গাড়িতে করে আগরতলায় নিয়ে আসা হয়৷ সেখানে সুনীল দেওধরকে সংবর্ধনা দেওয়া হয়৷ রবিবার সকাল পৌণে এগারটায় এয়ার ইন্ডিয়ার বিমানে করে দেওধর রাজ্যে আসেন৷ দলের মতে, ত্রিপুরা থেকে ২৫ বছরের বাম দুর্গকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন সুনীল দেওধর৷ আর তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহ সুনীল দেওধরের রণকৌশলকে দেশের বিভিন্ন রাজ্যে কাজে লাগাতে চান৷

মূলত সে কারণেই সুনীল দেওধরকে জাতীয় রাজনীতির আঙিনায় গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে৷ এদিকে, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সুনীল দেওধরকে সংবর্ধনা দেওয়ার আগে সকালে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করার পর সেখান থেকে তাঁকে নিয়ে বিমানবন্দর থেকে একটি বাইক মিছিল বের হয় যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে দলের প্রদেশ কার্য্যালয়ে আসে৷ কিছুক্ষণ পর পুণরায় মিছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ তারপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপির রাজ্যপ্রভারী সুনীল দেওধরকে সংবর্ধনা দেওয়া হয় এবং বিকেলে সাড়ে চারটায় তাঁকে বিজেপির দলীয় কার্য্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়৷

এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপির  রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, লোকসভা নির্বাচনের লক্ষ্যে দলীয় বিধায়কদের অতিরিক্ত ১০ হাজার ভোট সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে৷ তাদের বিধানসভা ক্ষেত্রে ওই অতিরিক্ত ভোট সুনিশ্চিত করার জন্য এখন থেকেই কাজ শুরু করে দিতে বলা হয়েছে৷ তাঁর দৃঢ় বিশ্বাস, বিজেপি লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই জয়ী হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *