নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ আগষ্ট৷৷ বিদ্যুতের ছোঁবলে প্রাণ গেল এক যুবকের৷ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা থানার অধীন ট্রাইবেল কলোনীতে৷ নিহতের নাম রতন ত্রিপুরা৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, রতন ত্রিপুরার স্ত্রী, ছেলে ও ছোট ভাই জানান কিছুদিন থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ লাইনের সমস্যা চলছিল৷ কদমতলা বিদ্যুৎ নিগমের অফিসে যোগাযোগ করা হলে কর্মীরা তেমন কোন গুরুত্ব দেয়নি৷ মিটার বক্সের মধ্যে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেটিতেও ত্রুটি রয়েছে৷ পাঁচ বছর যাবৎ এভাবেই চলছে৷ বিদ্যুৎ সংযোগটি রতন ত্রিপুরার বাবার নামে লিপিবদ্ধ৷ তিন বছর আগেই সংযোগটি রতন ত্রিপুরার নামে পরিবর্তন করার জন্য দরখাস্ত জমা দেওয়া হয়েছিল৷ আজও পরিবর্তন হয়নি৷ এদিকে, রবিবার মিটারের বিদ্যুতের ছোঁবলে রতন ত্রিপুরার মৃত্যু হইছে৷ অভিযোগ নিগমের গাফিলতিতে প্রাণ দিতে হল রতন ত্রিপুরকে৷ অপরদিকে মৃত রতন ত্রিপুরাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ঝামেলায় পড়তে হল মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের৷ কদমতলা হাসপাতালে সরকারি কোন ডোম নেই৷ পোস্ট মরটম করার জন্য ডোম আনতে হয় বাইরে থেকে এবং তাকে দিতে দিতে হয় ৪ থেকে ৫ হাজার টাকা৷ এহেন অবস্থায় মৃত রতন ত্রিপুরা ভাইয়ের বক্তব্য বিদ্যুৎ দপ্তরের কর্মী ও কদমতলা হাসপাতালে স্থায়ী এক জন ডোমের ব্যবস্তা করুক রাজ্য সরকার৷
2018-08-06