নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্রে রাজন্য আমলের লক্ষ্মীনারায়ণ মন্দিরের সিন্দুক ভেঙে চুরি যাওয়া
অলংকারের কোন হদিশ পায়নি পুলিশ৷ ঘটনার চবিবশ ঘন্টা পরও অন্ধকারেই হাতরাচ্ছে পুলিশ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে৷ এদিকে, বড়সড় চুরির ঘটনায় গোটা আগরতলা শহরে চাঞ্চল্য ছড়িয়েছে৷ জনমনে উৎকন্ঠা বাড়ছে৷ শহরের পুলিশের রাত্রিকালীন টহল নিয়েও জোর প্রশ্ণ উঠছে৷ তাছাড়া সরকারী আনুকুল্যে থাকা মন্দিরগুলিতে নিরাপত্তার বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের এই উদাসীন মনোভাবে ক্ষোভ দেখা দিয়েছেন রাজ্যবাসীর মনে৷
2018-08-04

