গৃহবধূকে খুনের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের কাছে নন্দননগরে এক গৃহবধূকে খুন করে মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখার

গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে অপরাধীদের গ্রেপ্তারের দাবীতে শুক্রবার শহরের এসডিও চৌমুহনীতে পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

অভিযোগ উঠেছে৷ মৃতার নাম সুপ্রিয়া দেবনাথ৷ বাড়ি নন্দননগরের এসডিও চৌমুহনীতে৷ এলাকাবাসীর অভিযোগ সুপ্রিয়াকে প্রথমে খুন করা হয়েছে৷ তারপর মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন৷ তাতে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে সুপ্রিয়া আত্মহত্যা করেছে৷ কিন্তু, এই বিষয়টিকে মানতে নারাজ এলাকাবাসী৷
এলাকাবাসীর দাবী সুপ্রিয়াকে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন৷ তাই অবিলম্বে শ্বশুর বাড়ির লোকদের গ্রেপ্তার করতে হবে৷ এলাকাবাসীর সাথে একমত মৃতার বাপের বাড়ির লোকজনও৷ স্থানীয়দের অভিযোগ পুলিশকে ম্যানেজ করে পার পাওয়ার চেষ্টা করছে মৃতার শ্বশুর বাড়ির লোকজন৷ মঙ্গলবার ঐ গৃহবধূকে হত্যা করা হয়েছিল৷ শুক্রবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷ অবিলম্বে শ্বশুরবাড়ির লোকদের গ্রেপ্তারের দাবীতে শুক্রবার এসডিও চৌমুহনীতে পথ অবরোধ করেন নারী পুরুষ শিশু কিশোর সকলে মিলে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে বিশাল সংখ্যায় পুলিশ৷ দীর্ঘ কয়েক ঘন্টা পথ অবরোধ করে রাখেন এলাকাবাসী৷ পরে পুলিশের আশ্বাসে পত অবরোধ প্রত্যাহার করা হয়৷ অবরোধের ফলে ঐ সড়কে যানবাহন চলাচল এদিন ব্যহত হয়েছে৷