কলকাতা , ১ আগস্ট (হি.স.) : বুধবার দিনের শুরুতে বৃষ্টিতে নাজেহাল কলকাতাবাসী৷ মঙ্গলবার রাতভর টানা বৃ্ষ্টিতে বিভিন্ন
স্থানে জমেছে জল৷ অফিস থেকে স্কুলে উপস্থিতিও যেমন কমছে, রাস্তায় গতি শ্লথ হয়েছে যানবাহনেরও৷ নদীয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা সহ সর্বত্র বৃষ্টি হচ্ছে ৷
এদিকে, এই বৃষ্টির মাঝেই ভাগিরথী নদীতে ভাঙনে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা৷ তারিণীপুর, দুর্গাপুরগ্রাম, রায়়ডাঙা তিন তিনটি গ্রাম ভাঙনের গ্রাসে৷ চাকদায় আরও সাতটি গ্রামে ভাঙনের আশঙ্কা রয়েছে৷ নিরাপদ স্থানে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । মূলত, মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়ার ফলার প্রভাব বলে জানায় আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে৷

