যমুনা নদীর জল বিপদ সীমার উপরে, বন্যা সতর্কতা জারি দিল্লিতে

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): যমুনা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে৷ অার তার জেরে বন্যা সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে৷ গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে যমুনা৷রবিবার সকালে নদীর জলস্তর ২০৫.৫০ মিটার অতিক্রম করে গিয়েছে৷ ইতিমধ্যেই যমুনা নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজনকে সতর্ক করা হয়েছে৷ নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছেঅন্ততপক্ষে ১,৫০০ জন মানুষকে। সতর্ক রয়েছে প্রশাসনও৷ যমুনা নদীর জলস্তর উত্তোরত্তর বৃদ্ধি প্রসঙ্গে ডিএম পূর্ব (দিল্লি) কে মহেশ বলেছেন,‘বর্তমানে যমুনা নদীর জলস্তর ২০৫.৪৬ মিটার(বিপদসীমার উপরে) নিচু এলাকায় বসবাসকারী অন্ততপক্ষে  ১,৫০০ জন মানুষকে নিরাপদ  জায়গায় নিয়ে যাওয়া  হয়েছে। পূর্ব জেলার ১০টি জায়গায় ৫৫০টি তাঁবু খোলা হয়েছে আমরা সর্বদাইপরিস্থিতির  দিকে নজর  রাখছি এছাড়াও ২৪ ঘন্টার  জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে, আগামী ১৫  অক্টোবর পর্যন্ত কন্ট্রোল রুম খোলা  থাকবে৷ বন্যার আশঙ্কায় ইতিমধ্যে হাজার হাজার মানুষকে নিচুএলাকা থেকে নিরাপদ দুরত্বে নিয়ে যাওয়া হয়েছে৷ বিভিন্ন এলাকায় তাঁবু খাটিয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷

অপরদিকে হরিয়ানার হীরাকুঁদ বাঁধ থেকে পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়ায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে দিল্লি৷ রবিবার বিকেলের মধ্যে সেই জল দিল্লির বন্যা পরিস্থিতিকে আরও অবনতির দিকেঠেলে নিয়ে যাবে৷ ট্যুইট করে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মানুষকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন৷ পরিস্থিতির মোকাবিলায় তৈরি দিল্লিও৷ শনিবারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীঅরবিন্দ কেজরিওয়াল বিদ্যুত কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছেন অস্থায়ী তাঁবুগুলিতে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়৷ সেখানে পর্যাপ্ত খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে৷পরিস্থিতির উপর নজর রাখতে ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম৷ সেখান থেকে তদারকি করবেন প্রশাসনের আধিকারিকরা৷ খবর দেওয়া হয়েছে সেনাকেও৷ পরিস্থিতির অবনতি হলে তাদের সাহায্যনেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *