নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭শে জুলাই ৷৷ আজ মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবেরে সাথে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো)
ক্যাপাসিটি বিল্ডিং প্রেগ্রাম অফিসের ডিরেক্টর ড পি ভি ভেস্কিটাকৃষ্ণান-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন৷ সাক্ষাৎকার শেষে প্রতিনিধি দলটি জানান, ইসরো এবং আই ই এস -এর যৌথ উদ্যোগে আগরতলার এন আই টি তে একটি টেকনোলজি ইনকুবেশন সেন্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ এই বিষয়ে এন আই টি-র সঙ্গে কথা হয়েছে বলে প্রতিনিধি দলটি জানান৷ প্রতিনিধি দলটি জানান, আগামী ১৮ সেপ্ঢেম্বর ব্যাঙ্গালোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই টেকনোলজি ইনকুবেশন সেন্টারের উদ্বোধন করার জন্য ইসরোর চেয়ারম্যান ড কে শিবন- এর সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হয়েছে৷ এই অনুষ্ঠানে প্রতিরক্ষা এবং এরোস্পেস সেক্টর থেকে ৫০০ টি কোম্পানী অংশ গ্রহণ করবে৷ প্রতিনিধি দলটি জানান, ত্রিপুরার সাইবার সিটি, ডাটা সেন্টার, স্মার্ট সিটি ইত্যাদি বিষয়ের উপর বিনিয়োগ করতে দেশের বিভিন্ন কোম্পানী আগ্রহ প্রকাশ করেছে৷ যুব ও তরুনদের স্পেস এডুকেশনের উপর সেচেতনতা বাড়ানোর জন্য আগামী দিনে ত্রিপুরার স্পেস মিউজিয়াম গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে ইসরোর প্রতিনিধি দলটি জানান৷ ত্রিপুরায় ইসরোর সমস্ত উন্নয়ন কর্মসূচীতে সরকারের পক্ষ থেকে সহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলটিকে আশ্বাস প্রদান করেন৷ মুখ্যমন্ত্রী ট্রেন্সফরমিং ত্রিপুরা করার যে স্বপ্ণ তার মুখ্য ভাগ হচ্ছে প্রযুক্তি উন্নয়নসহ তিনটি এলাইড সেক্টর যেমন ইন্টারনেট অব থিংকস স্পেস রিসার্চ, ই এস ডি এবং সেক্টরের উন্নয়নের মাধ্যমে আগামী দিনে যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং আয়ের সুযোগ সৃষ্টি করা৷
2018-07-28
