২০১৯শের নির্বাচনে নির্দিষ্ট সময়ে ১৬.১৫ লক্ষ ভিভিপ্যাট সরবরাহ করবে নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবে ১৬.১৫ লক্ষ ভিভিপ্যাট বা ভোটার-ভেরিফিকেশন পেপার অডিট ট্রায়েল। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এমনই জানানো হয়েছে।

এদিন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০১৯শের লোকসভা নির্বাচনের প্রাক-নির্বাচনী প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিভিপ্যাট চলে আসবে।

প্রসঙ্গত কিছুদিন আগে জল্পনা চলছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ভিভিপ্যাট সরবরাহ করতে বেগ পেতে হচ্ছে নির্বাচন কমিশনকে। এই প্রসঙ্গে নিজেদের বর্তমান অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। দেশের প্রতিটি পোলিং স্টেশনে ভিভিপ্যাট সরবরাহ করার জন্য ১৬.১৫ লক্ষ ভিভিপ্যাটের অর্ডার দেওয়া হয়েছে। গোটা বিষয়টি উপর ক্রমাগত নজর রাখছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *