BRAKING NEWS

বেজিংয়ে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ, তুমুল আতঙ্ক

বেজিং, ২৬ জুলাই (হি.স.): বিস্ফোরণে শব্দে আতঙ্ক ছড়াল চিনের রাজধানী বেজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায়| স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বেজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসের দক্ষিণ-পূর্ব কর্ণারে বিস্ফোরণ শব্দ শোনা যায়| বিস্ফোরণের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল, ওই এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়| সূত্রের খবর, এক মহিলা গায়ে গ্যাসোলিন স্প্রে করে নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল| তাকে আটক করেছে পুলিশ|

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন দূতাবাসের কাছেই (সন্নিকটেই অবস্থিত ভারতীয় দূতাবাস) হালকা তীব্রতার বিস্ফোরণের শব্দ শোনা যায়| সেই সময় দূতাবাসের সামনে ৭-৮টি পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল| বিষয়টি নিয়ে এখনই মুখ খোলেনি পুলিশ| মার্কিন কম্পাউন্ডের কাছে ভারতীয় ও দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীরা জানিয়েছেন, অস্বাভাবিক কিছুই টের পাননি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *