নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৫ জুলাই৷৷ উত্তর ত্রিপুরার চুরাইবাড়িতে দয়ানন্দধাম আশ্রম তথা মন্দিরের অলঙ্কার এবং নগদ অর্থ চুরির ২৪ ঘন্টা

পরও পুলিশ চোরের দলকে গ্রেফতার করতে পারেনি৷ পুলিশের এই ব্যর্থতা এবং আসামি গ্রেফতার না হওয়ার প্রতিবাদে বুধবার সকাল ১০টা থেকে চুরাইবাড়ি থানার সামনে উত্তেজিত এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করেন৷ ফলে রাজ্য থেকে বহু যানবাহন অসমের দিকে যাতায়াত করতে পারছেনা৷ বহু যানবাহন রাস্তায় আটকে আছে৷ এলাকায় যাতে কোনও প্রকার উত্তেজনা না ছড়ায় তার জন্য প্রচুর সংখ্যায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের বোঝানো হচ্ছে৷ কিন্তু এলাকাবাসী তাদের দাবিতে অনড়৷ তাদের দাবি, অবিলম্বে চোরের দলকে গ্রেফতার করতে হবে৷ উল্লেখ্য, সোমবার গভীর রাতে চুরাইবাড়ির বহু পুরানো ওই মন্দিরে চুরির ঘটনা ঘটে৷ জানা গেছে, চোরের দল মন্দিরের বহু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷ চোরের দল অনেক সোনার অলঙ্কার ও সামগ্রীও চুরি করেছে৷ পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে প্রচুর টাকা নিয়ে গেছে৷ পরে চোরের দল প্রণামী বাক্সটিকে রাস্তায় ফেলে চলে যায় ৷