নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.) : ভারতের টেস্ট দলে যোগ দিতে ইংল্যান্ড উড়ে গেলেন চার ক্রিকেটার। সোমবার যশপ্রীত বুমরা ছাড়াও এই ভারতীয় দলে যোগ দিতে উড়ে গেলেন ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাডেজা। একদিনে দলে থাকলেও আঙুলে চোটের জন্য দেশে ফিরে যেতে হয়েছিল বুমরাকে। বাকিদের টেস্ট দলের জন্যই ডেকে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলব ভারত। ইংল্যান্ডে টি-২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজে হারতে হয়েছে ভারতকে। এবার কিন্তু টেস্ট জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে দুই দেশ। অাগামী ১ অগাস্ট থেকে শুরু টেস্ট সিরিজ। তার আগে একটু ব্যক্তিগত সময় কাটিয়ে সবাই ফিরে আসবেন এক জায়গায়। বিরাট-অনুষ্কা থেকে শুরু করে রোহিত -রীতিকা সকলেই এখন ঘুরছেন। তাঁরা ছুটি কাটাচ্ছেন প্রাগে।


