জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে ড্যামে গাড়ি পড়ে ছ’জনের মৃত্যু

ভোপাল, ২৩ জুলাই (হি.স.) : জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ছয় যুবকের। মৃত ছয় যুবকের নাম রজনীশ প্যাটেল, আকাশ সাহু, পঙ্কজ সাহু, রঞ্জিত সাহু, অভিজিৎ রাঠৌর ও গৌরব সাহু। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে কালার ড্যামের কাছে। ড্যামের পাশে একটি নালায় উলটে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জন যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা ভোপাল এবং বিদিশার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে একজনের জন্মদিন ছিল। তাই সবাই মিলে পার্টি করতে কোলার ড্যামে গিয়েছিলেন। ফেরার সময় কোলার ড্যাম থেকে একটু আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি নালায় গিয়ে পড়ে। বৃষ্টির কারণে নালাটি জলে ভর্তি ছিল। ফলে গাড়িটি নালায় ডুবে যায়। কারও পক্ষে গাড়ি থেকে বেরোনো সম্ভব হয়নি।
দুর্ঘটনাটি রাতে ঘটায় সকালের আগে কেউ এব্যাপারে কিছু জানতে পারেনি। সকালে খবর পেয়ে পুলিশ এলাকায় যায় এবং গাড়িটি উদ্ধার করে। পুলিশ ছয় যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্তে নেমেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, জন্মদিনের পার্টিতে ছয় যুবকরা মদ্যপান করেছিল বলেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ড্যামের নালায় পড়ে যায়। এর বাইরে অন্য কারণ থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।