BRAKING NEWS

মাধ্যমিকের খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে জেলা পরিক্রমা বিশেষজ্ঞ কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ এবছর মাধ্যমিকে মারাত্মক খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে শিক্ষা দপ্তর সম্প্রতি ছয় সদস্যক একটি কমিটি গঠন করেছে৷ এই কমিটি ধলাই, খোয়াই, উত্তর এবং ঊনকোটি জেলায় বিভিন্ন সুকলের মাধ্যমিকের খারাপ ফলাফলের কারণ অনুসন্ধান করেছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ওই কমিটি মাধ্যমিকে খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে গিয়ে আশ্চর্য্য জনক অভিজ্ঞতার সম্মুখিন হয়েছে৷ তাঁর কথায়, কৈলাসহরে একটি সুকল সিলেবাস সম্পর্কে কিছুই জানে না৷ মুঙ্গিয়াকামীতে একটি সুকলে পঠন পাঠনের পরিকাঠামো নেই৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবছর মাধ্যমিকে খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে ছয় সদস্যক কমিটির নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য অরুনোদয় সাহা৷ তাঁর নেতৃত্বে ওই কমিটি গত ৯ জুলাই ধলাই জেলায় ৪১টি সুকল পরিদর্শন করেছে৷ তেমনি গত ১০ জুলাই উত্তর এবং ঊনকোটি জেলার ৪০ টি সুকল এবং খোয়াই জেলায় ২৫টি সুকল পরিদর্শন করেছে ওই কমিটি৷ পরিদর্শন কালে প্রধানশিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্যদের সাথে ওই কমিটির সদস্যরা সুকল গুলিতে পঠন পাঠনের হালহকিকত জানতে চেয়েছেন৷ পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত খঁুটিনাটি তথ্য সংগ্রহ করেছেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, তখনই ওই কমিটির সদস্যরা জানতে পেরেছেন কৈলাসহরের একটি সুকল সিলেবাস সম্পর্কে জানে না৷ ওই কমিটির সদস্যরা আরও অবাক হয়েছেন দেখে মুঙ্গিয়াকামীতে একটি সুকলে পঠন পাঠনের যোগ্য পরিকাঠামো নেই৷ এই পরিস্থিতিতে মাধ্যমিকের ফলাফল ভালো হওয়া কোনও মতেই সম্ভব নয় বলে দাবি শিক্ষামন্ত্রীর৷ তাঁর কথায়, কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে ওই সুকলগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *