
অন্য দলের সঙ্গে জোট নিয়ে জনসমক্ষে কোনও রকমের মন্তব্য না করার জন্য দলীয় কর্মীদের বলেন তিনি। এই বিষয়ে মায়াবতী বলেন, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে অন্য দলের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত কোনও জোট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনও জনসভায় তাৎক্ষণিক বক্তৃতা না দিয়ে নিজের বক্তব্য আগে কাগজে লিখে পরে ভাষণ দিন। এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়।
প্রসঙ্গত, বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মরিয়া বহুজন সমাজ পার্টি। সম্প্রতি এক জনসভায় জয়প্রকাশ সিং বলেছিলেন, রাহুল কখনওই প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ, তাঁর চেহারায় বাবা রাজীব গাঁধীর তুলনায় বিদেশি মা সনিয়া গাঁধীর মিল বেশি মিল রয়েছে।