
সোমবার বিজেপি সাংসদ গিরিরাজ সিং বলেছেন, ‘দেশকে বিভক্ত করার চক্রান্ত চলছে| মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাত্কারের পর থেকেই এর সূত্রপাত হয়েছে| সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সে| দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীর| এক আইন-এক জাতিই গ্রহণ করা হবে, নাকি এক জাতি-দুই আইন|’