নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ‘দেশের রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে। বিজেপি পুরোপুরি ব্যর্থ হয়েছে’ বলে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ।
শনিবার গভীর রাতে দিল্লির তিলক বিহার থানায় ঢুকে আত্মঘাতী হন এক নাবালিকা। মৃত নাবালিকার পরিবারের তরফ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়। পাশাপাশি দিল্লির কালকাজি এলাকায় অভিজাত রেস্তোরাঁ ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি। দুইটি ঘটনাতে পুলিশ ব্যর্থ হয়। এর প্রেক্ষিতে সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইটবার্তায় আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘দেশের রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে। বিজেপি পুরোপুরি ব্যর্থ হয়েছে।’
প্রসঙ্গত, দিল্লি পুলিশের উপর দিল্লি সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে। তাই দিল্লির আইনশৃঙ্খলার অবনতির কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি তিনি জানিয়েছেন দিল্লি যদি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় তবে দিল্লিকে অপরাধ মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবেন তিনি।