নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুলাই৷৷ নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়৷ যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বিশালগড় চেলিখলা পুরানবাড়ি এলাকায়৷ মৃতার নাম পূর্ণিমা আক্তার৷ স্বামী শিপন মিয়া৷

ঘটনারর বিবরণে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির লোকজন ঐ গৃহবধূকে ঘরের মধ্যে বিছানায় মৃত অবস্থায় পায় বলে দাবি৷ তবে এটি পরিকল্পিত খুন বলে অভিযোগ বিভিন্ন সূত্রে৷ নয় মাসের  অন্তঃসত্ত্বা পূর্ণিমাকে ঘরের মধ্যেই হয়তো শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে৷ মুখে লালা বের হওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ পুলিশ অবশ্য এখনই কিছু বলছে না৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পরই পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে আনবে৷

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিশালগড় পুরানবাড়ি এলাকার বাসিন্দা শিপন মিয়ার সাথে তার স্ত্রী পূর্ণিমা আক্তারের বিবাদ চলছিল৷ সামান্য ছোটখাটো বিষয় নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হত৷ বিভিন্ন সময় পূর্ণিমার স্বামী শিপন মিয়া তাকে মারধর করত বলেও অভিযোগ করেছেন পূর্ণিমার বাপের বাড়ির লোকজন৷ অপরদিকে শিপন মিয়া যে এলাকায় থাকে সেই এলাকার বাসিন্দারাও একই অভিযোগ করেছে যে প্রায় সময়ই তাদের ঝগড়া লেগেই থাকত৷ পূর্ণিমার উপর শিপনের অত্যাচারের কথাও তারা পুলিশের কাছে বিস্তারিত জানিয়েছেন৷ জানা গিয়েছে, পূর্ণিমা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ পূর্ণিমার বাপের বাড়ির লোকজন জানিয়েছেন, বিগত সপ্তাহখানেক ধরে তাদের মেয়ের উপর জামাইয়ের অত্যাচার বেড়ে গিয়েছিল৷ ঘটনার দিন অর্থাৎ শনিবার সকালে তাদের মেয়ের উপর অত্যাচার করেছিল তাদরে জামাই৷ পরে পূর্ণিমাকে খুন করে ফেলে তাঁর স্বামী শিপন মিয়া৷ পূর্ণিমাকে খুন করার অভিযোগে স্বামী শিপনের বিরুদ্ধে বিশালগড় থানায় খবর দেন তার বাপের বাড়ির লোকজন৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য৷ এই ব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের ঘটনায় গোটা চেলিখলা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ মৃতার বাপের বাড়ের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেন৷ পরিস্থিতি সামাল দিয়েছে বিশালগড় থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *