BRAKING NEWS

শোপিয়ানে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী, পাল্টা হামলায় আহত দু’জন সৈনিক

শ্রীনগর, ১০ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| তবে, জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় গুরুতর জখম হয়েছেন সেনা অফিসার সহ দু’জন সৈনিক| গুরুতর জখম অবস্থায় দু’জন সেনা জওয়ানকে উদ্ধার করে শ্রীনগরের বাদামিবাগ-এ অবস্থিত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কুন্দলান গ্রামে অবস্থিত একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুন্দলান গ্রামে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর যৌথ বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয় দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| তবে, জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় গুরুতর জখম হয়েছেন সেনা অফিসার সহ দু’জন সৈনিক| পুলিশ সূত্রের খবর, জঙ্গিদের পাল্টা হামলায় জখম হয়েছেন সেনাবাহিনীর একজন জয়েন্ট কমিশনড অফিসার এবং একজন সৈনিক| আহত সেনা জওয়ানদের উদ্ধার করে শ্রীনগরের বাদামিবাগ-এ অবস্থিত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে|
এদিকে, জঙ্গি দমন অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা| প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে আহত হয়েছেন অন্তত ২০ জন বিক্ষোভকারী| আহত ২০ জনের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে| তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *