নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ পূর্বতন সরকারের সময় পুলিশ ও টিএসআর নিয়োগের লক্ষ্যে ইন্টারভিউয়ের ভিত্তিতে যারা যোগ্য বা বিবেচিত হয়েছিলেন তাঁদেরকে দ্রুত নিয়োগ করার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে৷ তবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, পূর্বতন সরকারের সময় পুলিশ কনস্টেবলের শূন্য মোট ৮৩৮ টি পদে সরাসরি নিয়োগ করার জন্য স্বরাষ্ট্র দফতর প্রয়োজনীয় অনুমোদন দেয়৷ সেই অনুমোদনের ভিত্তিতে একটি রিক্রুমেন্ট বোর্ড তৈরি করা হয় এবং সেই রিক্রুমেন্ট বোর্ড নির্ধারিত সূর্চি অনুযায়ী সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে৷ কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবার পরও উল্লেখিত বোর্ড চূড়ান্ত নির্বাচিত প্রার্থী তালিকা জমা না দেওয়ায় স্বরাষ্ট্র দফতরে তা প্রয়োজনীয় অনুমোদনের জন্য প্রেরণ করা যায়নি৷
বর্তমানে নতুন নিয়োগের ব্যাপারে সরকারি বিধিনিষেধ থাকায় আপাতত আর কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ জানা গেছে, রাজ্য স্বরাষ্ট্র দফতর ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর এনরোল্ড ফলোয়ারের ৫০৬ টি শূন্য পদ পূরণের জন্য বিগত ৩ জুলাই ২০১৫ প্রয়োজনীয় অনুমোদন দেয়৷ এর পরিপ্রেক্ষিতে দুটি রিক্রুমেন্ট বোর্ড গঠন করা হয়৷ একটি বোর্ড রাজ্যের প্রার্থীদের জন্য, আর একটি বোর্ড রাজ্যের বাইরের প্রার্থীদের নির্বাচনের জন্য গঠন করা হয়৷ দুটি বোর্ডই রাজ্যে এবং বাইরে নিয়োগ ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্বাচিত প্রার্থী তালিকায় মোট ৪৮৪ টি পদ পূরণ করার জন্য জমা দেয় যা পরবর্তীতে স্বরাষ্ট্র দফতরের অনুমোদনের জন্য পাঠানো হয় এবং বিগত ২০ ডিসেম্বর ২০১৬ প্রয়োজনীয় অনুমোদন প্রদান করা হয়৷ কিন্তু নির্দিষ্ট সময়ে নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করা যায়নি৷ ইতিমধ্যেই বিগত ১৪ মার্চ ২০১৮ তারিখে রাজ্য সরকারের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে অসম্পূর্ণ রয়েছে৷ বিগত ৫ ডিসেম্বর ২০১৬ তারিখে স্বরাষ্ট্র দফতর ৫৮টি হাবিলদার পদে সরাসরি নিয়োগের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেয়৷ এই অনুমোদনের উপর ভিত্তি করে একটি রিক্রুমেন্ট বোর্ড নিয়োগ ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার পর ২০ জন উপযুক্ত প্রার্থী বাছাই করে স্বরাষ্ট্র দফতরে পাঠায়৷ কিন্তু প্রয়োজনীয় অনুমোদন এখনও পাওয়া যায়নি৷