কামাখ্যাধামে অম্বুবাচি মেলায় এসে দুই ভক্তের মৃত্যু

গুয়াহাটি, ২৪ জুন (হি.স.) : গুয়াহাটির নীলাচলপাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যাধামে অম্বুবাচি মেলায় এসে দুই ভক্তের মৃত্যু হয়েছে। পৃথক দুই জায়গায় নিহতদের একজন পুরুষ এবং অন্যজন মহিলা। অনভিপ্রেত এ ঘটনায় মেলা পরিচালন কমিটি এবং প্রশাসনের কর্তারা শোক ব্যক্ত করেছেন।
রবিবার সকালে কামাখ্যা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখে প্রত্যদর্শীরা রেল পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই ব্যক্তিকে ১০৮-এর জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ব্যক্তির মৃত্যু হয়। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পোস্টমর্টেমের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের পরিচয় জানতে ৭২ ঘণ্টা পর্যন্ত মৃতদেহকে রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে মালিগাঁও চার নম্বর গেটের রেলওয়ে ট্র্যাক ৭/৩ নম্বর লেভেক্রসিংয়েও রবিবার একটি মালগাড়ির ধাক্কায় বছর ৫৫-এর এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যু হয়েছে। মহিলার পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার পর রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই মহিলার লাশও পোস্টমর্টেমের পর ৭২ ঘণ্টা রাখা হবে। মহিলার পরনে হলুদ রঙের শাড়ি ছিল।
পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করে পুলেশের ধারণা, নিহত দুজন মা কামাখ্যার ভক্ত ছিলেন। অম্বুবাচি মেলায় এসেছিলেন তাঁরা। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁদের অকালমৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *