মুম্বই, ২৩ জুন (হি.স.) : শনিবার থেকে মহারাষ্ট্রে নিষিদ্ধ হল প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিকের তৈরি হালকা সামগ্রী। আন্দোলন, প্রতিবাদ, আদালতে মামলা কোনও কিছুরই তোয়াক্কা না করে প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিকের তৈরি হালকা সামগ্রীর উপর নিষিদ্ধ জারি করেছিল মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিস সরকার। এদিন থেকে সেই নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। এছাড়াও থার্মোকলের তৈরি থালা, বাটি, গ্লাসও হল নিষিদ্ধ হল। পলিব্যাগের উৎপাদন, ব্যবহার, বিক্রি, বিতরণ এবং সংরক্ষণের ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, নির্দেশ অমান্য করলে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়। প্রথমবার নির্দেশ অমান্য করলে ৫ হাজার টাকা জরিমান, দ্বিতীয়বার হলে ১ হাজার টাকা এবং তৃতীয়বার হলে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। তার পরেও না মানলে হবে জেল। এদিন নির্দেশিকা জারি করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নিবস জানান, রাজ্যের এই সিদ্ধান্ত তখনই সফল হবে যখন রাজ্যের প্রত্যেক ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ী সরকারের পাশে দাঁড়াবেন।
মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী রামদাস কদম জানিয়েছেন, রাজ্য সরকারের এই নিষেধাজ্ঞা আরোপ করার আগে রাজ্যের মানুষ যথেষ্ট সময় পেয়েছেন। নোটবন্দির মত এই নির্দেশিকা রাতারাতি জারি করা হয়নি। তিনি আরও বলেন, মহারাষ্ট্র শুধু নয়, বিশ্বের বহুদেশ প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে। ফড়নবিস সরকারের এই সিদ্ধান্তের, পাশে দাঁড়িছেন যুব সেনা প্রধান অদিত্য ঠাকরে। আদিত্যর মতে, সাময়িক ভাবে মানুষের অসুবিধা হবে এই সিদ্ধান্তে। কিন্তু মানুষ দ্রুতই নিজেদের মানিয়ে নেবে।
2018-06-23