কর্ণাটকে বিজেপি নেতাকে কুপিয়ে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

চিকমাগালুর (কর্ণাটক), ২৩ জুন (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে আবারও খুন হলেন একজন বিজেপি নেতা| শুক্রবার রাতে কর্ণাটকের চিকমাগালুর জেলার গৌরী কালুভে এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন বিজেপির সাধারণ সম্পাদক (চিকমাগালুর) মহম্মদ আনওয়ার (৪৪)| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন চিকমাগালুর-এর বিজেপির সাধারণ সম্পাদক মহম্মদ আনওয়ার| রাত তখন ৯.৩০ মিনিট হবে, গৌরী ক্যানালের সন্নিকটে বিজেপি নেতার পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী| কোনও কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায় দুষ্কৃতীরা| ৪৪ বছর বয়সি মহম্মদ আনওয়ারকে অন্তত তিনবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা| রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লে মর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি|
খুনের মামলা রুজু করে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, মোটরবাইকে চেপে এসেছিল হামলাকারীরা| দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ| কি কারণে খুন করা হল বিজেপি নেতাকে, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *