
মোরেনা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিত সাঙ্ঘি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ মোরেনা স্টেশন থানার অন্তর্গত গঙ্গরামপুর গ্রামের সন্নিকটে বালি বহনকারী ট্রাক্টর-ট্রলির সঙ্গে জিপের জোরালো সংঘর্ষ হয়| অবৈধভাবে বালি বহন করছিল ওই ট্রাক্টর-ট্রলিটি| সেই সময় যাত্রীদের নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল জিপটি| বেসামাল গতিতে ট্রাক্টর-ট্রলিটি এসে জিপে ধাক্কা মারে| জিপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়| গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে জেলা হাসপাতালে চিকিত্সাধীন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, মৃত ও আহতদের সকলেরই বাড়ি গোয়ালিয়র জেলার উতিলা থানা এলাকায়| শোকজ্ঞাপনের জন্য তাঁরা ঘুরগান গ্রামে যাচ্ছিলেন| পথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিত সাঙ্ঘি জানিয়েছেন, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাক্টর-ট্রলির চালক| মামলা রুজু করে ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে বালি পরিবহণ বন্ধ করার ক্ষেত্রে প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না, তাই প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে|