নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুন৷৷ বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট হয়ে গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হলেন৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ বিশালগড়-বক্সনগর সড়কের ঘনিয়ামারা এলাকায়৷ নিগমের কর্মীরা আপ্রাণ চেষ্টা করেও পরিষেবা স্বাভাবিক করতে পারছে না৷ গত দুইদিন ধরে ঘনিয়ামারা এলাকায় বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় পানীয় জলের সংকট তীব্র আকার দেখা দেয়৷ এহেন অবস্থায় ঘনিয়ামারা পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ আজ ধৈর্য্যের বাঁধ ভাঙ্গে৷ বারবার বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে জানানোর পরও কোন হেলদোল নেই৷ শেষ বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ স্থানীয় জনগণ একজোট হয়ে বিশালগড়- বক্সনগর সড়কের ঘনিয়ামারা এলাকায় পথ অবরোধ গড়ে তুলেন৷ খবর পেয়ে সেখানে প্রথমে পৌঁছে পুলিশ৷ অবরোধ প্রত্যাহার করার জন্য পুলিশ অনুরোধ করে৷ কিন্তু, তাতে কোন কাজ হয়নি৷ পরে বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং আশ্বাস দেন অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়৷ অবরোধের ফল ঐ সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায়৷ চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রী সাধারণকে৷