নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ব্লক উন্নয়ন কমিটির চেয়ারম্যান বদলের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মোহনপুর মহকুমা৷

চেয়ারম্যান বদলের দাবিতে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সহযোগী আইপিএফটি-র সমর্থকরা সোমবার দিনভর পথ অবরোধ করে রাখেন৷ তাতে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ সকাল থেকেই সিমনা থেকে খোয়াইগামী বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে রাখেন আইপিএফটি সমর্থকরা৷ এদিন, দুপুর বারোটা থেকে অবরোধ শুরু হয়৷ তার আগে ব্লক অফিসে তালা লাগিয়ে দেন আইপিএফটি সমর্থকরা৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আইপিএফটি কর্মীদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে৷ আইপিএফটি’র কর্মী সমর্থকরা উত্তেজনাসর্বস্ব স্লোগান দিয়েছেন৷ বিজেপি’র বিরুদ্ধে এই স্লোগানের প্রত্যক্ষ প্রভাবও পড়তে শুরু করেছে৷ ফলে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷
জানা গেছে, লেফুঙ্গা ব্লকের উন্নয়ন কমিটির চেয়ারম্যান পদে একজন স্থানীয় বিজেপি নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ আইপিএফটি৷ ফলে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ ইতোপূর্বে ব্লক কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু সোমবার বিকল্প জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে৷ পথ অবরোধের প্রভাব পড়েছে স্থানীয় বিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে উপস্থিতির হার ছিল নগন্য৷ এলাকায় প্রয়োজনীয় সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়৷
এদিন অবরোধের খবর পেয়ে এসডিপিও, মহকুমা শাসক, ডিসিএম এবং লেফুঙ্গা থানার ওসি অবরোধস্থলে যান৷ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন৷ কিন্তু, তারা কোনভাবেই অবরোধ প্রত্যাহার করকে রাজি হচ্ছিলেন না৷ অবশেষে বিকাল চারটা নাগাদ তারা অবরোধ প্রত্যাহার করেন৷ কিন্তু, আবারো অবরোধের হুমকি দিয়েছেন তারা৷