শ্রীনগর, ১২ জুন (হি.স.): পবিত্র রমজান মাসে আবারও জঙ্গি হামলা| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় অকালেই প্রাণ হারালেন দু’জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর জখম হয়েছেন একজন পুলিশ কর্মী| মঙ্গলবার ভোরে পুলওয়ামা জেলা আদালত প্রাঙ্গণে পুলিশ গার্ড পোস্ট করে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালানো শুরু করে একদল সন্ত্রাসবাদী| আচমকা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর জখম হয়েছেন একজন পুলিশ কর্মী| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা| পুলিশ কর্মীরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়|
এসএসপি পুলওয়ামা মহম্মদ আসলাম চৌধুরী জানিয়েছেন, জঙ্গি হামলায় শহিদ দু’জন পুলিশ কর্মীর নাম হল, যথাক্রমে সিলেকশন গ্রেড কনস্টেবল গুলাম রসুল লোনে এবং গুলাম হাসান| জঙ্গি হামলায় জখম হয়েছেন মনজুর আহমেদ নামে একজন পুলিশ কর্মী, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে| শেষ পাওয়া খবর অনুযায়ী, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|
2018-06-12