উদয়পুর ও কমলপুরে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ উদয়পুর, ১১ জুন৷৷ সোমবার দুপুরে নিখোঁজ হওয়া কমলপুর থানাধীন মহাবীর চা বাগান এলাকায় ৩২ বছর বয়সি রাজকুমার গারার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ তবে মৃত্যুর ঘটনাকে ঘিরে সন্দেহ দানা বাঁধছে এলাকায়৷ কমলপুর থানাধীন মহাবীর চা বাগান এলাকায় রাজকুমার গারা নামের এক ব্যক্তি পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান৷ ঘটনাটি ঘটেছিল শনিবার৷ জানা গেছে, রাজকুমার প্রতিবেশীর অন্তোষ্টি করতে কমলপুর থানাধীন মহাবীর চা বাগান এলাকার শ্মশানে গিয়েছিলেন৷ সেখানে অন্ত্যোষ্টিক্রিয়া শেষ করে পুকুরের জলে স্নান করতে গেলে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি৷

এরপর থেকে টাকা দুদিন শনিবার এবং রবিবার সেই পুকুরে খোঁজাখুঁজি চললেও রাজকুমারের কোনও সন্ধান পাওয়া যায়নি৷ স্বাভাবিকভাবে পুলিশও ধন্ধে পরে গিয়েছিল আদৌ রাজকুমার নিখোঁজ হয়েছেন কিনা৷ পুলিশের ধারণা, আদৌ রাজকুমার গারা পুকুরের জলে তলিয়েছেন কিনা-না অন্য কোনও ঘটনা এর পেছনে রয়েছে৷ কারণ পুলিশ জানিয়েছে, তাঁরা ড্রজার দিয়ে পুকুরের মাটি কেটেও তল্লাশি চালিয়েছেন৷ জলে নেমে তন্নতন্ন করে খোঁজা হয়৷ কিন্তু তাতেও কোনও সন্ধান মেলেনি রাজকুমারবাবুর৷ ফলে পুলিশ এক সময় নিশ্চিত হয়ে যায় জলে ডুবেননি এই যুবক৷ আবার এলাকাবাসীর ধারণা ছিল, রাজকুমারের মদ্যপানের অভ্যাস রয়েছে৷ হয়ত তিন অন্ত্যোষ্টিক্রিয়ার পর মদ্যপান করে কোথাও চলে গেছেন৷ যদিও পুলিশ নিখোঁজ রাজকুমার গারার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছিল৷ সোমবারও এই তল্লাশি জারি ছিল৷ শেষ পর্যন্ত সোমবার দুপুরে এই পুকুরেই তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়৷ খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে রাজকুমারের মৃতদেহ উদ্ধার করে৷ রাজকুমারের মৃতদেহের সংবাদ পাওয়া মাত্রই তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে৷ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ৷

এদিকে, গোমতী জেলার আর কে পুর থানার অধীন উদয়পুরের রাজনগর বড়টিলা এলাকায় সঞ্জিত ভৌমিক (৩৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের বাড়ি ঐ এলাকাতেই৷ রাম সাহার ভাট্টার সামনে একটি ছড়ার উপর কালভার্টের নীচে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সোমবার সাতসকালে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপান করার ফলে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ঘটনাস্থল তথা কালভার্টের উপর কিছু মুড়ি পাওয়া যায়৷ আশঙ্কা করা হচ্ছে প্রচন্ড পরিমানে মদ্যপান করায় ঐ ব্যক্তি কালভার্ট থেকে নীচে ছড়ায় পড়ে যায় এবং তাতেই তার মৃত্যু হয়েছে৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির মদ্যপানের অভ্যাস ছিল৷ পেশায় তিনি রিক্সা চালক৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামনা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *