BRAKING NEWS

বিশালগড়ে বিস্তর পরিমাণে উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জুন৷৷ রবিবার বিশালগড়স্থিথ বংশীবাড়ি ২৫ পরিবার গ্রাম থেকে পুলিশ উদ্ধার করল বিস্তর পরিমাণে শুকনো গাজা৷ গোপন সংবাদের ভিত্তিতে এডিসি ভিলেজ বংশীবাড়ির এলাকয় পদ্ম দেববর্মার বাড়িতে গর্ত করে পাঁচ ড্রাম শুকনো গাঁজা এবং দুবস্তা শুকনো গাঁজা উদ্ধার করেচে ঘরে ভেতর থেকে৷ তাছাড়া এদিন দুপুরে বিশালগড় থাতনার ওসি শ্যামাপ্রসাদ দাস এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে অভিযানে নেমে প্রায় দুহাজার গাজা চারা বাজেয়াপ্ত করেছে৷ পদ্মা দেববর্মা বাড়ির পেছনে কিছু দুরে একটি জমিতে গাজা বাগিচায় চারা দেশের চাষ করছে বলে জানা গেছে৷ তবে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক মিহির লাল দাস জানান উদ্ধারকৃত ২২০ কেজি শুকনো গাঁজার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা হবে৷ তাছাড়া তিনি এও বলেন বংশীবাড়ি এবং সুতারমুড়া এলাকায় এর পূর্বেও প্রচুর পরিমানে শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *