
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পশ্চিম) মিলিন্দ মহাদেও দুমবেরে জানিয়েছেন, শুক্রবার বেলা এগারোটা নাগাদ ফোন করে জানানো হয় আইআইটি দিল্লি ক্যাম্পাসের আইআরডি বিল্ডিংয়ের সাততলা ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন প্রাক্তন ছাত্র অংশম গুপ্তা| কি কারণে আত্মঘাতী হলেন ওই প্রাক্তন ছাত্র, তা তদন্ত করে দেখা হচ্ছে| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এইমস হাসপাতালে পাঠানো হয়েছে|