২০২২-এর মধ্যে প্রত্যেক ভারতীয়ের জন্য বাড়ি তৈরি করবে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : প্রত্যেক ভারতীয়ের জন্য ২০২২ সালের মধ্যে বাড়ি তৈরি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে। মঙ্গলবার নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাপ্রাপ্তদের সঙ্গে বৈঠকে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, আবাসন সেক্টরটি এনডিএ সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রত্যেক ভারতীয়ের জন্য ২০২২ সালের মধ্যে বাড়ি তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র ইট এবং মর্টর নয়। এটি জীবনধারণের জন্য গুণগতমানের উৎকর্ষতা এবং স্বপ্ন সত্যি হওয়া। প্রত্যেক মানুষই চায় তার নিজের বাড়ি হোক। নারী ও পুরুষ নির্বিশেষে মানুষ অতিরিক্ত খুশি হয় যখন তার একটা বাড়ি থাকে। এই প্রকল্পের লক্ষ্যই হচ্ছে নারী, প্রতিবন্ধী, তফশিলি জাতি ও উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের যাতে নিজেদের বাড়ি পায়। নাগরিকদের মর্যাদার বৃদ্ধির জন্য প্রকল্পটি কাজ করে চলেছে। এর থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। এই প্রকল্পে নির্মিত আবাসন গুণগতমান বাড়ানোর জন্য দক্ষতা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পটি দালাল, দুর্নীতিমুক্ত। মানুষ যাতে কোনও রকম দুর্ভোগ ছাড়া এই প্রকল্পের সুফল পেতে পারে সেই দিকটি কেন্দ্র খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *