নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ জুন৷৷ আগামী সাত জুন দুই দিনের রাজ্য সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তবে রাষ্ট্রপতি ভবন থেকে এখনও তাঁর পূর্ণাঙ্গ চূড়ান্ত সফরসূচি রাজ্য প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী সাত জুন আগরতলা বিমানবন্দরে অবতরণ করেই কপ্ঢারে চেপে তিনি সর্বপ্রথম উদয়পুরে যাবেন৷ উদয়পুর মাতাবাড়িতে গিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের পূজো দেবেন৷ সেখান থেকে সাব্রুম পর্যন্ত চারলেন সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোাধন করবেন তিনি৷ সেখান থেকে তিনি আগরতলায় ফিরে আসবেন৷ জানা গিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগরতলায় ফিরে এসে বিকেলে রবীন্দ্র ভবনে যাবেন৷ সেখানে তাঁকে নাগরিক সংবর্ধনা জানানো হবে৷
এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের ধারা বৈঠক চলছে৷ জানা গিয়েছে, শনিবার উদয়পুরের গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রপতির এই সফরকে সাফল্যমন্ডিত করতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ মহাকরণ সূত্রে জানা গেছে, আগামী সাত জুন রাষ্ট্রপতির রাজ্য সফর নিয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে৷ তবে এখন পর্যন্ত রাষ্ট্রপতি ভবন তাঁর সফরকে চূড়ান্ত করে কোনও সূচি পাঠায়নি৷ তবে আপাতত, সাত জুন সকালে রাষ্ট্রপতির আগমনের সম্ভাবনাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি চলছে৷