নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজ্যে জোট ও মন্ত্রিসভায় সমন্বয়ের লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠক করলেন নেডার কনভেনার তথা আসামের অর্থমন্ত্রী

ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ শনিবার একদিনের ঝটিকা সফরে এসে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে আইপিএফটি, বিজেপি ও মন্ত্রিসভার দুই সদস্যের সাথে বৈঠক করেছেন তিনি৷ সূত্রের খবর, এই বৈঠকে মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমন্বয় সাধন৷ কারণ, রাজ্যের উদ্ভুত পরিস্থিতিতে সঠিক ভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে সমন্বয়ই অন্যতম প্রধান বিষয়৷
সূত্রের খবর, এদিন আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা এবং দলের সাধারণ সম্পাদক তথা উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ দলীয় নেতৃত্বদের সাথে বৈঠক করেন হিমন্তবিশ্ব শর্মা৷ ঐ বৈঠকে মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক উপস্থিত ছিলেন৷ সূত্রের দাবি, বিএসি চেয়ারম্যান নিয়ে রাজ্যে জোটের অন্দরে যে সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়ে এদিন বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ সরকার পরিচালনার ক্ষেত্রে জোট শরিকদের মধ্যে সমন্বয় খুবই জরুরী, সেই বিষয়টি উভয় দলের নেতৃবৃন্দদের বুঝিয়ে দিয়েছেন হিমন্তবাবু৷ কারণ, জোটে সমস্যা দেখা দিলে তার প্রভাব মন্ত্রিসভাতেও প্রতিফলিত হওয়া স্বাভাবিক বলে মনে করেন তিনি৷ বিএসি চেয়ারম্যান সহ বিভিন্ন ইস্যুতে জোটে কোনও সংঘাত যাতে না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য পরামর্শ দিয়েছেন ডঃ শর্মা৷ সূত্রের খবর, জোটধর্ম পালনে উভয় দল সর্বোতভাবে চেষ্টা করবে বলে আলোচনায় প্রাধান্য পায়৷
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সাথেও পৃথক ভাবে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে পাশে রেখে মন্ত্রিসভায় সমন্বয়ের প্রশ্ণে সুদীপ রায় বর্মনের সাথে আলোচনা হয়েছে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ সূত্রের খবর, বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ডঃ শর্মা৷ তাঁর কথায়, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সম্পর্ক যতই মসৃণ হবে সরকার ততই মসৃণভাবে চলবে৷ দলীয় সূত্রে খবর, আগামীদিনে এদিনের বৈঠকের ইতিবাচক প্রভাব নিশ্চয়ই প্রতিফলিত হবে৷