BRAKING NEWS

আবারও স্বস্তি, টানা চার দিন নিম্নমুখী পেট্রোল-ডিজেলের মূল্য

নয়াদিল্লি ও কলকাতা, ২ জুন (হি.স.): এক টানা ১৬ দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বৃদ্ধির পর, আবারও নিম্নমুখী হল পেট্রোল-ডিজেলের দাম| এই নিয়ে পরপর চার দিন| শনিবারও কমল জ্বালানির দাম| শনিবার সকাল ছ’টা থেকে কলকাতায় ৮ পয়সা কমল পেট্রোলের দাম| পাশাপাশি কলকাতায় ডিজেলের দাম কমেছে ৯ পয়সা| শুধু কলকাতা নয়, পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও| নতুন মূল্য অনুযায়ী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৮০.৮৪ টাকা| পাশাপাশি ডিজেলের দাম হল ৭১.৬৬ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৮ টাকা ২০ পয়সা, ডিজেলের দাম ৬৯ টাকা ১১ পয়সা| মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৮৬ টাকা ০১ পয়সা, ডিজেলের দাম ৭৩ টাকা ৫৮ পয়সা প্রতি লিটার| পাশাপাশি চেন্নাইতে পেট্রোল-ডিজেলের নতুন মূল্য যথাক্রমে, ৮১ টাকা ১৯ পয়সা এবং ৭২ টাকা ৯৭ পয়সা প্রতি লিটার|
গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম| কিন্তু, ৩০ মে থেকে সামান্য হলেও, ধীরে ধীরে নিম্নমুখী পেট্রোপণ্যের দাম| ৩০ মে মাত্র ১ পয়সা কমেছিল পেট্রোল-ডিজেলের দাম| এরপর ৩১ মে পেট্রোল-ডিজেলের দাম, যথাক্রমে ৭ পয়সা ও ৫ পয়সা করে কমেছিল| আমজনতাকে স্বস্তি দিয়ে শুক্রবার এবং শনিবারও কমল পেট্রোপণ্যের দাম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *