নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): পুনরায় ব্যাঙ্ক ধর্মঘট| একইসঙ্গে ভোগাচ্ছে অটোমেটেড টেলার মেশিন (এটিএম)-ও| সাঁড়াশি চাপে তাই বুধবার, ৩০ মে চরম দুর্ভোগে পড়েছেন গোটা দেশের গ্রাহকরা| শুধু বুধবার নয়, ভোগান্তি চলবে বৃহস্পতিবারও| বেতনে অখুশি, মূলত বেতন বৃদ্ধির দাবিতে বুধবার ও বৃহস্পতিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের আওতায় থাকা কর্মী ও অফিসারদের ন’টি সংগঠন| ২ শতাংশ বেতন বৃদ্ধি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের প্রস্তাবের বিরোধিতা করে ৩০ মে ও ৩১ মে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মীরা| ফলে বুধবারের মতো বৃহস্পতিবারও, টানা দু’দিন ঝাঁপ বন্ধ থাকবে ব্যাঙ্কের|
ধর্মঘটের আওতায় রয়েছে বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কগুলি| আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এই ধর্মঘটে যোগ দেয়নি।এমনকি ভোগাচ্ছে এটিএমও| ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বুধবার দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের প্রায় ২ লাখ এটিএমের ঝাঁপ বন্ধ ছিল|বাংলায় সেই সংখ্যা প্রায় ২১ হাজারের কাছাকাছি| তবে, ধর্মঘটে ব্যাঙ্ক এবং এটিএম বন্ধ থাকলেও, গ্রাহকেরা ‘নেট ব্যাঙ্কিং’-এর সুবিধা নিতে পারবেন| তাতে কোনও সমস্যা হবে না| ব্যাঙ্ক কর্তারা জানিয়েছেন, ডিজিটল লেনদেনের ক্ষেত্রে ধর্মঘটের কোনও প্রভাব পড়ছে না| এই ধর্মঘটে যোগ দিয়েছেন ১০ লক্ষ ব্যাঙ্ককর্মী। ২১টি রাষ্ট্রাত্ব ব্যাঙ্ক, ১২টি বেসরকারি ব্যাঙ্ক এবং ৫টি বিদেশি ব্যাঙ্ক এই ধর্মঘটে যোগ দিয়েছে।
ভারতের উত্তরপূর্ব অসমের গুয়াহাটিতে এই ধর্মঘটের প্রভাব পড়েছে। গুয়াহাটির দিশপুরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সদর দফতরের পাশাপাশি মহানগরের বিভিন্ন শাখার সামনে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মচারীরা ধরনায় শামিল হয়েছেন। অনুরূপ ধর্মঘটের খবর পাওয়া গেছে মেঘালয়ের শিলং,নাগাল্যান্ডের কোহিমা, মণিপুরের ইমফল, ত্রিপুরার আগরতলা থেকেও।
যে ৯টি ব্যাঙ্ক সংগঠন ধর্মঘটটি ডেকেছে তারা হল এআইবিইএ, এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ, বিইএফভিআই, আইএনবিইএফ, আইএনবিওসি,এনওবিডব্লিউ, এনওবিও। সংগঠনগুলির দাবি ২০১৭ পয়লা নভেম্বর থেকে তাদের মজুরি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়ে আসছে। কিন্তু বহু আলোচনা সত্বেও ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন মজুরি বৃদ্ধির বিষয়টি গৃহীত করেনি। ২০১৮ সালের মে মাসে মজুরি ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়। কিন্তু তা মেনে নেয় না ব্যাঙ্ক সংগঠনগুলি। ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন জানায় ব্যাঙ্কের খারাপ আর্থিক অবস্থার জন্যই সব স্তরের কর্মীদের বেতন বাড়ানো যাচ্ছে না। ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন জানায় স্কেল ১, ২, ৩ আধিকারিকদের বেতন বৃদ্ধিতে সম্মত হয়। কিন্তু স্কেল ৪ থেকে ৭ পর্যন্ত থাকা ব্যাঙ্ককর্মীদের বেতন বৃদ্ধিতে সম্মত হয় না ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন। সে ক্ষোভ থেকে এই ধর্মঘট। যাতে যোগ দিয়েছে সকল স্তরের ব্যাঙ্ককর্মীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ধর্মঘট।
এদিকে, ব্যাঙ্ক ধর্মঘটের মধ্যেই অদ্ভূত ঘটনা ঘটল তাজনগরী আগ্রায়| উত্তর প্রদেশের আগ্রায় বিজয় বনসল নামে এক ব্যক্তির ব্যাগ ভর্তি টাকা ছিনতাই করে পালাল বাঁদরের দল| বিজয়বাবু জানিয়েছেন, ‘বেশ কয়েকটি বাঁদর আমার ব্যাগ নিয়ে চম্পট দেয়| ওই ব্যাগে ২ লক্ষ টাকা ছিল, আমি ৬০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি| বাঁদরের দল আমার উপর হামলাও চালায়| আমার কষ্টার্জিত টাকা চলে গেল| পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে ঠিকই, কিন্তু কোনও উপকার হয়নি|’