
ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি| ছেলেদের পাশের হার ৮৫.৩২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.৬৭ শতাংশ| এ বছর পাশের ৮৬.৭০ শতাংশ| পরীক্ষায় বসেছিলেন ১৬,২৪,৬৮২ জন ছাত্র-ছাত্রী| উত্তীর্ণ হয়েছেন ১৪,০৮,৫৯৪ জন| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে, সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.nic.in. এবং cbse.nic.in থেকে| প্রসঙ্গত, সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছিল ৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর| শুভেচ্ছা বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন|’