প্রাকৃতিক দুর্যোগে আবারও প্রাণহানি, উত্তর প্রদেশে অকালেই মৃত্যু ন’জনের

লখনউ, ২৯ মে (হি.স.): ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে আবারও প্রাণহানি| উত্তর প্রদেশে অকালেই প্রাণ হারালেন অন্তত ন’জন| উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি ও বাজ পড়ে মৃত্যু হয়েছে ন’জনের| প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রাঘাতে ন’জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫ জন| সবচেয়ে খারাপ অবস্থায় উন্নাও জেলায়| মঙ্গলবার প্রিন্সিপাল সেক্রেটারি (তথ্য) এ অবস্থি জানিয়েছেন, সোমবার রাতে উন্নাও জেলার বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে পাঁচজনের| এছাড়াও আহত হয়েছেন চারজন| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রশাসন সূত্রের খবর, কানপুরে ঝড়-বৃষ্টিতে মৃত্যু হয়েছে দু’জনের, রায়বরেলিতে প্রাণ হারিয়েছেন দু’জন| প্রিন্সিপাল সেক্রেটারি (তথ্য) এ অবস্থি আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে উদ্ধারকার্য পরিচালনা এবং ত্রাণ সামগ্রী বিতরনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে| অন্যদিকে, বিহারের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ১৭ জনের| এখানেই শেষ নয়, ঝাড়খণ্ডে গত ২৪ ঘন্টায় প্রাকৃতিক দুর্যোগ ও বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ১২ জন| সবমিলিয়ে উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রাঘাতে অকালেই প্রাণ হারালেন অন্তত ৩৮ জন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *