`নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ সুকলপড়ুয়া নাবালিকা ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে৷ অভিযুক্তরা পুলিশের জেরায় স্বীকার করে নিয়েছে যে তারা ধর্ষণ করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সাব্রুমের মাগরুম এডিসি ভিলেজে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এলাকার লোকজন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী করেছেন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মাগরুম এডিসি ভিলেজের বরাই পাড়ার এক সুকলছাত্রীকে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ চার যুবক বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ এলাকারই একটি সুকলের ঘরে ঐ ছাত্রীকে আটকে রেখে চারজন মিলে গণধর্ষণ করে রাতভর৷ এদিকে মেয়েটির পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তার কোন হদিশ পায়নি৷ সকালে ঐ নাবালিকা সুকলছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে সুকলঘর থেকে৷ সাথে সাথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ পরে পরিবারের লোকজন বিষয়টি সাব্রুম থানার পুলিশকে জানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং খোঁজ খবর নেয়৷ পরিবারের লোকজন এই বিষয়ে সাব্রুম থনায় একটি এফআইআর দায়ের করেন৷ এফআইআরে চারজনের নামধাম উল্লেখ করা হয়৷ অভিযুক্ত চারজনের মধ্যে দুজন নাবালক৷ প্রত্যেকের বাড়িই মাগরুম এডিসি ভিলেজে৷ সাব্রুম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে রবিবার৷ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানা গিয়েছে৷
এদিকে, এতো রাতে ঐ সুকলছাত্রী কেনই বা ঘর থেকে বেরিয়ে এসেছিল এনিয়েও প্রশ্ণ উঠেছে৷ যদিও একটি সূত্রে জানা গিয়েছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চারজনের মধ্যে একজনের সাথে নাকি ঐ সুকলছাত্রীর প্রণয়ের সম্পর্ক ছিল৷ সেই সূত্রেই ঘর থেকে বেড়িয়ে বাইরে এসেছিল৷ আর তরপরই চারজন মিলে তাকে তুলে নিয়ে যায় সুকলঘরে৷ সেখানেই রাতভর ঐ ১৬ বছরের নাবালিকার উপর চলে গণধর্ষণ৷
2018-05-28